বাংলাদেশে যে ৫ টা অপারেটরের সিম আছে একটু বুদ্ধি খাটালে রেগুলার কল-রেট থেকে সব অপারেটর কম কল-রেটো কম রেটে কথা বলা যায়।
সে Tricks অনেকে জানে অনেকে জানে না, যারা জানেন না তাদের জন্য পোষ্ট। ১০০% নির্ভুল তথ্য অনেক কষ্টে সব অপারেটর থেকে সময় দিয়ে কালেক্ট করলাম। আশা করছি আপনারা যারা যে অপারেটর Use করেন না কোনো আপনাদের উপকার এ আসবে।
শুরু করা যাকঃ-
আপনার যারা যে অপারেটর Use করেন না কেনো ২০/৫০/১০০ টাকা রিচাজ করলে কল-রেট অনেক বেশি কাটবে ২ টাকা পার মিনিট কল-রেট কাটবে। শুধু টেলিটক ছাড়া, কারন টেলিটক কল-রেট ৪৫/৪৭ পয়সা কল-রেট কোনো শর্ত ছাড়াই, যেকোনো এমাউন্টও রিচাজে সব সময়।
এখন আপনারা হয়তো ৩৯/৪৯/৯৯ টাকা রেট কাটার রিচাজ করেন কল-রেট কমের জন্য তারা ১.৫ সেকেন্ড কল-রেট + ভ্যাট সহ ৯০ পয়সা কল-রেট, ১০ সেকেন্ড পালস অফার দেয়, তাও মেয়াদ ৩/৭/১৫ দিন। মেয়াদ শেষে আবার কল-রেট ২ টাকা পার মিনিট কাটে!
কিন্তু মাথা খাটিয়ে কম কল-রেট অফার নেওয়া যায়।
গত ২ বছরে অপারেটর সব কল-রেট বাড়িয়েছে। শর্ত ও বাড়িয়েছে দেশিয় অপারেটর টেলিটক ছাড়া।
এখন বতমান অবস্থা অনুযায়ী সব অপারেটর গুলার কল-রেট অফার সিরিয়াল এ দেওয়া আছে এসব অফার নিলে আগে যে অফার নিতেন তার থেকে অনেক টাকা সাশ্রয় হবে।
মোবাইলে কম টাকায় ২ ভাবে কথা বলা যায়ঃ
১/ মিনিট ২/ কল-রেট।
যারা মাসে সিম দিয়ে কথা বলে তাদের মিনিট কিনলে কল-রেট থেকে টাকা কম আসবে, বেশি কথা বলার জন্য মিনিট বেষ্ট । আর যারা কথা কম বলে মাসে ১০০-১৬০ টাকা খরচ হয় বা তার চেয়ে কম কথা বলার জন্য তাদের জন্য কল-রেট বেষ্ট কথা বলার জন্য।
টেলিটকঃ টেলিটক ১ টা সুবিধা সেটা হলো কোনো শর্ত নাই, নিদিষ্ট এমাউন্ট রিচাজ করা লাগে না সব সময় ৪৫/৪৭ পয়সা কল-রেট + ভ্যাট সহ ৬০/৬৩ পয়সা পার মিনিট কাটবে, যেকোনো এমাউন্টও রিচাজে। ১ সেকেন্ড পালস।
তাই টেলিটক মিনিট কিনার দরকার নাই, কল-রেট এতো কমে দিচ্ছে মিনিট রেট কল-রেট সেইম। কথা বলার+ কল রেটের জন্য টেলিটক বেষ্ট। কেনো শর্ত ছাড়াই, বাংলাদেশ সবনিম্ন কল-রেট অফার টেলিটক দেয়। জিবির দাম কম অন্য অপারেটর থেকে। যেখানে টেলিটক নেটওয়ার্ক 2G/3G আছে সেখানে টেলিটকই বেষ্ট।
এয়ারটেলঃ ১/ এয়ারটেল Yolo প্যাকেজে কল-রেট কম। আগে ৪৫ পয়সা কল-রেট অফার দিতো। এখন ৫৪ পয়সা কল-রেট+ ভ্যাট+ Sd সহ ৭২ পয়সা পার মিনিট কাটবে যেকোনো এমাউন্ট রিচাজে কোনো শর্ত নাই, ১ সেকেন্ড পালস।
Yolo package কিভাবে করবেন? My Airtel Apps এ যাবেন তারপর Yolo Option লিখা পাবেন সেটায় Click করবেন। দেখবেন ৫৪ পয়সা পার মিনিট কল-রেট Join Youlo package সেটা Click করে Active করে নিবেন ব্যাস আপনার প্যাকেজটি Yolo প্যাকেজে মাইগেট হয়ে যাবে।
আর যদি আপনার এ অপশন না দেখায় তাহলে আপনার প্যাকেজ Yolo তো মাইগেট করা আছে না হয় ১২১ এ কল দিয়ে করে নিতে হবে। ১২১ এ কল দিবেন বাংলার জন্য ১ চাপবেন ৪ এ চাপবেন এরপর ৫ চাপবেন doorstops Agents এর সাথে কথা বলতে পারবেন।
২/ ৯৪ টাকা রিচাজ করলে ৩০ দিন, ১৩৩ টাকা রিচাজ করলে ৬০ দিন ৫৮ পয়সা কল-রেট পাবেন+ ভ্যাট + Sd সহ ৭৭ পয়সা পার মিনিট কল-রেট কাটবে, ১০ সেকেন্ড পালস।
মেয়াদ শেষ হলে ২ টাকা পার মিনিট কল-রেট কাটবে।
এ অফার যারা Yolo package নাই তারা নিবেন। ভালো হয় Yolo package মাইগেট করে রাখলে তাহলে রেট কাটার রিচাজ করার প্যারা থাকবে না। কোনো শর্ত ছাড়াই ৭২ পয়সা কল-রেট পাবেন সব সময়।
গ্রামিনফোনঃ জিপি অনেক বড় ডাকাত সেটা সবাই জানে। জিবির দাম যেমন বেশি, কল-রেট ও বেশি। কিন্তু ২ টা অফার আছে যেটা কল-রেট কম কাটবে।
১/ My Gp Apps এ ঠুকবেন মিনিট এ Click করলে 69 poisa কল-রেট+ ভ্যাট+ Sd সহ ৮৯ পয়সা পার মিনিট কল-রেট কাটবে, ১০ সেকেন্ড পালস।
মেয়াদ ২ দিনের জন্য Free তে নিতে পারবেন। মাসে ১০ বার নিতে পারবেন। এভাবে রেট কাটার রিচাজ ছাড়া এ কল-রেট নিতে পারবেন।
টেলিটক সীমের সুবিধা-অসুবিধা গুলি জেনে নিন
২/ My Gp Apps থেকে Recharge অপশন থেকে বিকাশ/ নগদ/ রকেট/ উপায় Etc থেকে ১৩৯ টাকা রিচাজ করলে ৪৮ পয়সা কল-রেট + ভ্যাট+ Sd সহ ৬৪ পয়সা পার মিনিট কল-রেট কাটবে ৩০ দিন, ১০ সেকেন্ড পালস।
এছাড়া ৩০৯ টাকা রিচাজ করলে ৯০ পয়সা কল-রেট কাটবে ৩ মাস মেয়াদ। পালস ১০ সেকেন্ড।
২১/২৯/৩৯/৪৯/১০৯/২০৮ টাকা রিচাজ করলে ৯২ পয়সা কল-রেট কাটবে ভ্যাট+ Sd সহ।
মেয়াদ শেষ হলে ২ টাকা পার মিনিট কল-রেট কাটবে!
সবচেয়ে বেষ্ট অফার ১৩৯ টাকা রিচাজ ৬৪ পয়সা কল-রেট এবং Apps থেকে Free তে ৬৯ পয়সা কল-রেট+ভ্যাট+ Sd সহ ৮৯ পয়সা কল-রেট অফার নেওয়া।
বাংলালিংকঃ বাংলালিংক রেট কাটার রিচাজ করলে কল-রেট কম এছাড়া কল-রেট বেশি। ২টাকা পার মিনিট কল-রেট কাটে রেট কাটার রিচাজ ছাড়া।
১০৯ টাকা রিচাজ করলে ৫৯ পয়সা কল-রেট +ভ্যাট+ Sd সহ ৭৯ পয়সা কল-রেট কাটবে ৩০ দিন। পালস ১০ সেকেন্ড।
১৫৯ টাকা রিচাজ করলে ৫৯ পয়সা+ ভ্যাট+ Sd সহ ৭৯ পয়সা কল-রেট কাটবে ৬০ দিন। পালস ১০ সেকেন্ড।
রবিঃ রবি রেট কাটার রিচাজ ছাড়া কল-রেট বেশি ২ টাকা পার মিনিট কাটে।
১/ My Robi Apps এ ঢুকবেন তারপর Internet pack এ Click করবেন, তারপর Voice এ Click করবেন এরপর একদম নিচে চলে যাবেন, Robi Ichchedana অফার টি Click করে ৩০ দিনের জন্য নিবেন।
৫০ পয়সা কল-রেট + ভ্যাট+ Sd সহ ৭০ পয়সা কল-রেট কাটবে ৩০ দিন। ১০ সেকেন্ড পালস। এ অফার পাবেন নিতে পারেন রেট কাটার রিচাজ ছাড়া। ৩০ দিনে ১ বার নিতে পারবেন।
এ অফার ভালো। কোনো রেট কাটার রিচাজ প্যারা নাই মাসে ১ বার My Robi Apps থেকে Active করে নিলে ৭০ পয়সা কল-রেট কাটবে ভ্যাট+ Sd সহ ৩০ দিন।
২/ ৪৭ টাকা রিচাজ করলে ৫৪ পয়সা কল-রেট +ভ্যাট+ Sd সহ ৭২ পয়সা কল-রেট পাবেন ৩ দিন, ১০ সেকেন্ড পালস।
২০৮ টাকা রিচাজ করলে ৬০ পয়সা কল-রেট + ভ্যাট + Sd সহ ৮০ পয়সা কল-রেট পাবেন মেয়াদ ৯০ দিন। ১০ সেকেন্ড পালস।
৪৯ টাকা রিচাজ করলে ৭ দিন, ১০৬ টাকা রিচাজ করলে
৬৯ পয়সা কল-রেট + ভ্যাট + Sd সহ ৯২ পয়সা কল-রেট কাটবে ৩০ দিন। পালস ১০ সেকেন্ড।
রেট কাটার রিচাজ করলে মেয়াদ শেষ হলে ২ টাকা পার মিনিট কাটবে বা ২০/৫০ টাকা রিচাজ করলে ২ টাকা পার মিনিট কাটবে।
আমার মতামতঃ
১/এখন মোবাইলে ২টা সীম Use করা যায়। 2nd Sim Teletalk Use করতে পারেন কল-রেট কম এজন্য যদি টেলিটক নেটওয়ার্ক 2G/3G পান তাহলে কথা বলার জন্য টেলিটক Use করতে পারেন। রেট কাটার রিচাজ করা লাগে না, কোনো শর্ত নাই, যেকোনো এমাউন্ট রিচাজে ৪৫/৪৭ পয়সা কল-রেট কাটে, সব সময়। ১ সেকেন্ড পালস। এমন অফার রেগুলার অন্য অপারেটর দেয় না যা বছরের পর বছর টেলিটকে দিচ্ছে। পাশাপাশি জিবির দাম ও অন্য অপারেটর থেকে কম টেলিটকে।
২/ এয়ারটেল Yolo package বেষ্ট টেলিটক এর পর, রেট কাটার রিচাজ ছাড়া সব সময় ৭২ পয়সা কল-রেট কাটবে. ১০ সেকেন্ড পালস। যেকোনো এমাউন্টও রিচাজে এ কল-রেট পাবেন
৩/ Robi Ichchedana ৭০ পয়সা কল-রেট ভ্যাট+ Sd সহ, ৩০ দিনে ১ বার নিতে পারবেন। রিচাজ করা লাগে লাগবে না,কোনো শর্ত ছাড়াই। My Robi Apps থেকে নেওয়া লাগে Minute Option থেকে Active করে নেওয়া লাগে ৩০ দিনে ১ বার Active করে নিলে কাজ চলে যাবে৷ যেকোনো এমাউন্টও রিচাজ এ কল-রেট পাবেন।
৪/ Grameenphone ৬৯ পয়সা কল-রেট + ভ্যাট+ Sd সহ ৮৯ পয়সা কল-রেট My Gp Apps থেকে ২ দিনের জন্য নেওয়া যায়। মাসে ১০ বার, ২০ দিন এ কল-রেট সুবিধা পাবেন কেনো রিচাজ ছাড়া, সব সময়। ২ দিন পর Active করতে হয় কষ্ট করা ছাড়া। যেকোনো এমাউন্টও রিচাজে এ কল-রেট পাবেন।
৫/ বাংলালিংক রেট কাটার রিচাজ অফার মেয়াদ দিচ্ছে বেশি + কল-রেট তুলনামূলক কম।
পালসঃ পালস মানে হলো সেকেন্ড কতো পয়সা কাটবে সেটা বুঝায় । সব অপারেটর ১০-২০ সেকেন্ড পালস থাকে টেলিটক ছাড়া।
মানে ১০ সেকেন্ড পালস হলে ২ সেকেলে কথা বল্লে ও ১০ পয়সা কাটবে, ১০ সেকেন্ড কথা বল্লে ও ১০ পয়সা কাটবে।
২০ সেকেন্ড পালস হলে ১৩ সেকেন্ড কথা বল্লে ২০ পয়সা কাটবে, ২০ সেকেন্ড কথা বল্লে ২০ পয়সা কাটবে।
টেলিটক ১ সেকেন্ড পালস। মানে ১ সেকেন্ড ১ পয়সা কাটবে। সব সময়....
এতোক্ষন কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু হিসেব করে চললে মাস শেষে আমাদের অনেক টাকা বাঁচবে যে অপারেটর Use করেন না কেনো।