সিনকারা সিরাপ হয়তো অনেকেই চিনে থাকেন।সিনকারা হচ্ছে একটি আদর্শ হারবাল শক্তি বর্ধক ঔষধ। এই ওষুধটি দেহের সমস্ত কষে পৌঁছানোর ক্ষমতা রয়েছে এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এটা পরিবারের যে কোনো সদস্য সেবন করতে পারেন বয়সভেদে। সিনকারা সিরাপের রয়েছে নানান ধরনের উপাদান যা আমাদের শরীরের নানা সমস্যা দূর করে থাকে।
আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে সিনকারা সিরাপের উপকারিতা এবং সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো।যারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আজকের পোস্টটি সম্পুর্ণ এবং বিস্তারিত পড়বেন।
সিনকারা সিরাপের উপকারিতা
সিনকারা সিরাপ হচ্ছে একটি শক্তি বর্ধক হারবাল ঔষধ। শরীরের জন্য প্রাকৃতিক খনিজ, ট্রেস উপাদান ও প্রাকৃতিক ভিটামিন পর্যাপ্ত পরিমাণে এই সিনকারা সিরাপের পাওয়া যায়। অর্থাৎ এই সিরাপ দুর্বল শরীরকে চাঙ্গা করে তোলে এবং শক্তি বর্ধক ঔষধ হিসেবে কাজ করে থাকে।
সিনকারা সিরাপের রয়েছে অসাধারণ সব ক্ষমতা। ইনভার্ট সুগার ও গোলাপজল মিশ্রন এর ফলে সিনকারা সিরাপের ব্যবহৃত উপাদান সমূহের কার্যকারিতা খুব দ্রুতই রক্তের সাথে মিশে মানবদেহের বিভিন্ন কলা কোষের উপকার সাধন করে থাকে। তাছাড়া ৩০ মিলিগ্রাম সিনকারা ২০ মিক্রা ভিটামিন সি এর সমান। তাছাড়া সিনকারা সিরাপ হচ্ছে এক ধরনের অদ্বিতীয় ফর্মুলেশন যাতে রয়েছে পৃথিবীর সকল শক্তি বর্ধক ঔষধের সম্মিলিত গুণাবলী।
সিনকারা সিরাপ টি সাধারনত মেধা ও স্মৃতিশক্তি হ্রাস, অপুষ্টি, পাকস্থলি ও লিভারের দুর্বলতা, রক্তস্বল্পতা, অবসাদ, সাধারণ দুর্বলতা, স্নায়ুবিক দুর্বলতা এবং ভিটামিন সি'র ঘাটতি হলে ডাক্তাররা দিয়ে থাকেন। তাহলে এতক্ষণে অবশ্যই বুঝে গিয়েছেন যে সিনকারা সিরাপের উপকারিতা সম্পর্কে।
সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম
সিনকারা সিরাপ যাদের দেওয়া হয়ে থাকে তাদের অবশ্যই সিনকারা সিরাপের খাওয়ার নিয়ম সম্পর্কে বলে দেওয়া হয়ে থাকে। বয়স ভেদে সিনকারা সিরাপের খাবারগুলো ভিন্ন হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে তিন বেলা দুই চা-চামচ করে সিনকারা সিরাপ খাওয়ার জন্য বলা হয়ে থাকে। অবশ্যই রোগীকে কিছু খাওয়ার পর তারপর এই সিরাপ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাহলে এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন সিনকারা সিরাপ খাওয়ার আগে না পরে আপনারা খাবেন।
সাফি সিরাপ এর উপকারিতা এবং খাওয়ার নিয়ম
সিনকারা সিরাপ খেলে কি মোটা হয়
সিনকারা সিরাপ খেলে কি মোটা হয় এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। আপনারা ইতিমধ্যে আগে জেনে গিয়েছেন যে সিনকারা সিরাপ হচ্ছে একটি ভিটামিন শক্তি বর্ধক ঔষধ। কোন রোগীর শরীর যখন অতিরিক্ত দুর্বল হয়ে যায় এবং শরীর খারাপ হয়ে যায় তখন তাদেরকে সিনকারা সিরাপ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাছাড়া যাদের খুদা হয়না তাদের কেউ সিনকারা সিরাপ খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তাই অবশ্যই বুঝতে পারছেন যে সিনকারা সিরাপ খেলে মোটা হয় কিনা।
সিনকারা সিরাপের দাম কত /সিনকারা সিরাপের মূল্য
সিনকারা সিরাপের দাম কত বা সিনকারা সিরাপ কত মিলি দাম কত এই নিয়ে প্রশ্নের শেষ নেই।লিভার ও পাকস্তলীর দুর্বলতায় ব্যবহার হওয়া এই সিনকারা সিরাপ ৪৫০ মিলির দাম হচ্ছে ২০০ টাকা এবং ১০০ মিলির দাম হচ্ছে ৬০ টাকা।
সিনকারা সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া
যারা সিনকারা সিরাপ সেবন করে থাকেন তারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে সিনকারা সিরাপের কোন পার্শপ্রতিক্রিয়া আছে কিনা। অবশ্যই এই বিষয় সম্পর্কে সঠিক তথ্যটা জানার জরুরী। সিনকারা সিরাপ যদি আপনি সঠিক নিয়মে খান তাহলে সিনকারা সিরাপের কোন পার্শপ্রতিক্রিয়া নেই । যেহেতু এটি একটি ভিটামিন ঔষধ তাই সঠিক নিয়মে খেলে শরীরের কোন ক্ষতি হবে না।
সিনকারা সিরাপ কোথায় পাওয়া যায়
সিনকারা সিরাপের উপকারিতা সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছেন।যারা সিনকারা সিরাপ কিনতে চান তারা যেকোনো বড় ফার্মেসিগুলোতে সিনকারা সিরাপের খোঁজ করলে পেয়ে যাবেন। তাছাড়া সিনকারা সিরাপ কতদিন খেতে হয় এটা সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন সেখান থেকে।
শেষ কথা,
আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা সিনকারা সিরাপের উপকারিতা এবং সিনকারা সিরাপ খেলে কি কাজ হয় সেটা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন ।তারপরও যদি কোন বিষয় সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
বিশেষ দ্রষ্টব্যঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।